নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে খুলতে চলেছে আলিপুরদুয়ার জেলার দুটি বন্ধ চা বাগান। চা বাগান খেলার খবরে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। জানা গেছ, ১২ ডিসেম্বর রাইমাটাং চা বাগান খুলতে চলেছে এবং কালচিনি চা বাগান ১৯ ডিসেম্বর খুলতে চলেছে।
সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়ি শ্রমিক ভবনে সমস্ত শ্রমিক সংগঠনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক হয়। যেখানে চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর দুর্গাপূজার সময় অক্টোবর মাসে রাইমাটাং ও কালচিনি চা বাগান একে একে বন্ধ করে দেওয়া হয়। এক বছরেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে খুলতে যাচ্ছে বাগান দুটি। এখানে চা বাগান চালুর খবরে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া।