নিউজ ডেস্ক: ২ দিন আগেই ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সুপারিশে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৪টেয় রাজভবনে আসবেন তিনি। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয় নিয়েই তাঁদের মধ্যে বৈঠক হবে বলে সূত্রের খবর। ফলে এবার নবান্ন-রাজভবনের সম্পর্কের বরফ গলেছে কি না, তা নিয়ে জল্পনা আরও বাড়ছে।