নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে খুন হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। রবিবার রাতে কুলপির চুনফুলি মোড়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। ঘটনায় আহত আরও একজন। এই ঘটনার জেরে রবিবার রাত থেকেই উত্তপ্ত এলাকা। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন হালদার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে নামাজ পড়তে যাচ্ছিলেন পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন হালদার। সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। পরে এলাকায় বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় পঞ্চায়েত সদস্য-সহ আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই পঞ্চায়েত সদস্য নূরউদ্দিন হাওলদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনার পর এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
খুনের ঘটনার পেছনে সঠিক কি কারণ রয়েছে সেটা পরিষ্কার নয়। তবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি কুলপি সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লার। স্থানীয় তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সংখ্যালঘু সেলের সভাপতি ও তার অনুগামীরা। দীর্ঘক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।