নিউজ ডেস্ক: অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল পুষ্পা-দ্য় রাইজ। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা দেশ। সুকুমার পরিচালিত পুষ্পা ২ দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনেি ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। রবিবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে।
Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে পুষ্পা ২ গত ৪ঠা ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা আয় করেছিল। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। রবিবার, চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। যার জেরে প্রথম সপ্তাহান্তে পুষ্পা ২-এর কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটি টাকায়। শনিবারের চেয়েও রবিবার বেড়েছে পুষ্পা ২-এর আয়।