নিউজ ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি। বন্ধ আইআরসিটিসির ওয়েবসাইট। সম্পূর্ণ অকেজো ট্রেনের টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। এর জেরে বেজায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। করা যাচ্ছে না টিকিট বুকিং। কোনও অভিযোগও জানানো যাচ্ছে না।
জানা গিয়েছে, আইআরসিটিসির ওয়েবসাইটে ডাউনটাইম চলছে। আগামী এক ঘণ্টার জন্য ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে। তাই আপাতত কোনও ই-টিকিটের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়েছে। টিকিট বুকিং করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে যারা তৎকালে টিকিট বুকিং করছিলেন, তারা চিন্তায় রয়েছেন যে আদৌ ওয়েবসাইট চালু হবে কি না। চালু হলেও, কতক্ষণে হবে এবং তখন আর তৎকালের টিকিট পাওয়া যাবে নাকি।