নিউজ ডেস্ক: দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর অবশেষে স্বস্তির তুষারপাতের সাক্ষী হল হিমাচল প্রদেশ। সোমবার শিমলা-সহ হিমাচল প্রদেশের নানা প্রান্তে তুষারপাত হয়েছে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে শিমলার পাহাড়, রাস্তা, ঘর-বাড়ি। সোমবার শিমলায় এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। শিমলার হিল রিসোর্ট এলাকা তুষারপাতের পর সেজে উঠেছে।
এদিকে, কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। তুষারপাতের পর সোমবার বরফ জমে গিয়েছে জোজিলা পাসে। শ্রীনগরে সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচেই। ঠান্ডা এতটাই বেশি যে, এদিন সকালে বহু মানুষকে আগুন পোহাতে দেখা যায়।