নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও অন্যথা হল না। জন্মদিনে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। উভয়েই সোনিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন, “জন্মদিনে সোনিয়া গান্ধীজিকে শুভেচ্ছা। আপনার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সকালে সোনিয়ার সঙ্গে দেখা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।