নিউজ ডেস্ক: এক মহিলা পুলিশের জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মোবাইল চোর। সোমবার ঘটনাটি ঘটেছে। মহিলা কনস্টেবল ওই যুবককে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন।
জানা গেছে, সোমবার সকালে মালদা জেলা আদালতে এসেছিলেন মালদা জেলা পুলিশের মহিলা কনস্টেবল অনন্যা দেবী। তিনি ইংরেজবাজার থানায় কর্মরত। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। তাঁর পোস্টিং সাইবার ক্রাইম থানায়।
এদিন সকালে তাঁরা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে টিফিন করছিলেন। সেই সময় অনন্যাদেবীর কাছে দাঁড়িয়ে ছিলেন এক অপরিচিত ব্যক্তি। খাবারের প্লেট হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবক তার জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন বের করার চেষ্টা করে। সেটা বুঝতে পেরে অনন্যাদেবী যুবকের হাত ধরেন। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।