নয়াদিল্লি: আদানি ঘুষ-কাণ্ডে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত. বৃহস্পতিবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা. বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বহু সাংসদ. “দেশ বিক্রি হতে দেব না”, এই স্লোগান তোলেন তাঁরা.
পাল্টা বিরোধীদের নিশানা করেছে শাসক শিবির. কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কংগ্রেস (নেতৃত্ব) এবং হাঙ্গেরিয়ান-আমেরিকান বিলিয়নিয়ার জর্জ সোরোসের মধ্যে যোগসূত্রের অভিযোগ করেছে বিজেপি.
হিন্দুস্থান সমাচার