নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ধারণার ভূয়সী প্রশংসা করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী. সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেমা মালিনী বলেছেন, এক দেশ, এক নির্বাচন খুবই ভালো ধারণা. হেমা মালিনী আরও বলেছেন, দেশে ঘন ঘন নির্বাচনের কারণে, উন্নয়ন কাজ থমকে যায়। এক দেশ, এক নির্বাচন বাস্তবায়নের পর উন্নয়নের কাজ চলবে.
উল্লেখ্য, ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই নীতিতে. সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র.
হিন্দুস্থান সমাচার