হায়দরাবাদ: দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করার পর তাঁকে চিকাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। থানায় পৌঁছন তাঁর শ্বশুরও। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, হায়দরাবাদে গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীন সময়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। মারাত্মক জখম হন তাঁর ছেলে। এই ঘটনার তদন্তে নেমেই আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। চিকাদপল্লী এসিপি এল রমেশ কুমার বলেছেন, “হ্যাঁ, আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে।”
হিন্দুস্থান সমাচার