নিউজ ডেস্ক: শীতের দাপট কিছুটা কমল রাজধানী দিল্লিতে। শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় একটু বেশি। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসও এমনটাই ছিল। তবে, তাপমাত্রা সামান্য বাড়লেও, এদিন সকালেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। সঙ্গে ছিল কুয়াশার দাপট।
শীতের মধ্যেও দূষণ এখনও পুরোপুরি কাটল না রাজধানীতে। শনিবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল মন্দ। দিল্লির আলিপুর, আনন্দ বিহার, বাওয়ানা ও চাঁদনি চকে বাতাসের গুণগতমান ছিল যথাক্রমে ২০৫, ২৪৯, ২৭৮ ও ১৬৮। এছারাও দিল্লির দ্বারকা, ইন্ডিয়া গেট, অক্ষরধাম প্রভৃতি এলাকায় হালকা ধোঁয়াশা ছিল।