নিউজ ডেস্ক: বাইক চালানোর সময় সামনে চলে আসে একটি সারমেয়। আর তাকে বাঁচাতে গিয়েই প্রাণ খোয়াতে হল এক যুবককে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি এলাকায়। বছর ২৩-এর মৃত ওই যুবকের নাম ইব্রাহিম মন্ডল। তিনি ওই সাগরপাড়ারই বাসিন্দা।
রাতে তিনি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাইকে আরও এক আরোহীও ছিলেন। হঠাৎই বাইকের সামনে এসে যায় সারমেয়টি। তাকে বাঁচাতে গিয়েই বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ইব্রাহিম ও অন্য আরোহী। স্থানীয়রা তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অপর আরোহী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।