নিউজ ডেস্ক: শনিবার থেকে তিনদিনের ছত্তিশগড় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরের সময় তিনি নকশাল প্রভাবিত এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি নিরাপত্তা ও শান্তি সংক্রান্ত কর্মসূচিতেও অংশ নেবেন। আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা তাঁর।
জানা গেছে, রবিবার তিনি জগদলপুরের সার্কিট হাউসে নকশাল অধ্যুষিত এলাকার লোকদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও যাঁরা নকশালদের পথ ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন তাদের সাথেও দেখা করবেন। এছাড়া তিনি জগদলপুরে খেলোয়াড়দের সাথে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
আর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জগদলপুরে নকশাল অভিযানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। এছাড়া নকশালদের আক্রমণে যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জগদলপুরে গ্রামের উন্নয়ন কাজ পরিদর্শন করবেন বলেও জানা গেছে। ওইদিন সন্ধ্যায় অমিত শাহ রায়পুরে বাম চরমপন্থা নিয়ে একটি নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।