নিউজ ডেস্ক: শুক্রবার গভীর রাতে রামগড় থানার সিসিএল আরগাড্ডা জিএম অফিসের কাছে পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৩ যুবক।জানা গেছে, পদরুনালা কালভার্টের কাছে একটি গাড়ির ধাক্কায় স্কুটিতে থাকা ৩ যুবক আহত হয়। স্কুটিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মানুষের সহযোগিতায় আহত যুবকদের হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকেই ওই গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।