নিউজ ডেস্ক: জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাদা গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের প্রথমে ডালুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থায়ী সমাধানের জন্য একাধিকবার মধ্যস্থতা সভাও হয়েছে। কিন্তু সমাধান করা যায়নি।
শনিবার সকালে এক পক্ষ সেই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে অপর পক্ষ প্রতিবাদ করে বলে অভিযোগ। এর জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন চোপড়া থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।