নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের সম্ভল জেলায় প্রায় ৪২ বছর বন্ধ থাকা একটি মন্দির খুলে দিল প্রশাসন। শনিবার সকাল থেকে সম্ভলে অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তদন্তে নেমেছিল প্রশাসন। সেই অভিযানের সময় প্রাচীন ভগবান শিব মন্দিরের কাছে একটি কূপ পাওয়া। গিয়েছে, যা ৪২ বছর পর আবার খোলা হয়েছে।
সম্ভলের জেলাশাসক রাজেন্দর পেনসিয়া বলেছেন, “যখন আমরা এই এলাকায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলাম, তখন আমরা একটি মন্দির দেখতে পেলাম, যেটি দখল করা হয়েছিল। আমরা মন্দিরটি পরিষ্কার করছি এবং প্রাচীন কূপের উপর একটি র্যাম্প তৈরি করা হয়েছিল। যখন আমরা র্যাম্পটি তুলেছি, আমরা একটি কূপ পেয়েছি। এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজন বাস করে, মন্দিরটি যাদের তাদের কাছে হস্তান্তর করা হবে। এএসআই-কে কার্বন ডেটিং-এর মাধ্যমে মন্দিরটি কতটা প্রাচীন তা খুঁজে বের করতে হবে।” অতিরিক্ত এসপি শ্রীশ চন্দ্র বলেন, “মন্দিরের সামনে একটি প্রাচীন কূপ সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। খননের পর ওই এলাকায় একটি কূপ পাওয়া গিয়েছে।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৯৭৮ সাল থেকে মন্দিরটি বন্ধ ছিল।