নিউজ ডেস্ক: শীতকালীন মরসুমের জন্য বন্ধ হলো ভগবান লাটু মন্দির। উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভগবান লাটু মন্দিরের দরজা শীতের জন্য বন্ধ করা হয় শনিবার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বহু ভক্ত। শনিবার শুক্লা পূর্ণিমা তিথিতে মন্দিরের পুরোহিত গর্ভগৃহে প্রবেশ করে ভগবান লাটুর জলাভিষেক করে তাঁর পূজা করেন। এরপর মন্দিরের দরজা বন্ধ করা হয়। উল্লেখ্য, বৈশাখি পূর্ণিমায় আবার খুলবে এই মন্দিরের দরজা।