নিউজ ডেস্ক: সেন্ট্রাল রেভিনিউ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের (ডিআরআই) দল কোটি টাকার সোনার বিস্কুট–সহ দুইজনকে হেফাজতে নিয়েছে। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ। দুই জনকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃতদের নাম মহেশ চৌধুরী ও শ্যালক মোহন বসাক। দুজনেই বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার জলপাইগুড়ি জেলার অন্তর্গত ২৭ নম্বর জাতীয় সড়কের হুসালডাঙ্গা টোল প্লাজায় ডিআরআই অভিযান চালায়। সেই সময় একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। ডিআরআই গাড়িতে তৈরি বিশেষ চেম্বার থেকে ১৩ পিস সোনার বিস্কুট উদ্ধার করে। যার ওজন এক কেজির বেশি। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা। উভয় পাচারকারীর থেকে কাগজপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। এরপর ডিআরআই দল দুজনকেই গ্রেফতার করে। শনিবার দুই অভিযুক্তকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতদের তিনদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।