নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফরে বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়ি পৌঁছেছেন দিলীপ ঘোষ। এদিন সকালে চায়ে চুমুক দিতে গিয়ে শিলিগুড়িতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। এরপরে দিলীপ ঘোষ শিলিগুড়ি বিভাগের ফাঁসিদেওয়া সীমান্তবর্তী নিজামতারা জোনের নির্মলজোট গ্রামে বিজেপির সদস্যপদ প্রচারে যোগ দেন।
এদিন দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মোদী সরকারের উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন তিনি। পরে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে মহানন্দা বর্ডার আউট পোস্টে (বিওপি) যান। সেখানে তিনি বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। বাংলাদেশে মৌলবাদীরা রাজত্ব করতে এসেছে। যার কারণে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। বর্তমানে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।