নিউজ ডেস্ক: রাজ্যে ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। উত্তরবঙ্গে (North Bengal Weather Update) রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
এতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা গ্যাংটকের সঙ্গে পাল্লা দিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে রাজ্যে শীতের দাপট কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রা আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এই বৃদ্ধি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বিশেষভাবে পরিলক্ষিত হবে।