নিউজ ডেস্ক: বাংলাদেশে উদযাপিত হল বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ঢাকা সফররত তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।