নিউজ ডেস্ক: সাত সকালে দুর্ঘটনা বারুইপুর বাইপাসে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নির্মাণে ধাক্কা মারল একটি চার চাকা গাড়ি। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুরের সাদার্ন বাইপাসে খাসমল্লিক ও পদ্মপুকুরের মাঝামাঝি জায়গায়। এই রাস্তার ধারে একাধিক স্কুল রয়েছে। সকালে ওই পথে প্রচুর ছাত্র-ছাত্রী যাতায়াত করে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণহীন গাড়ি চলাচল নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ দিনের দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামালগাজির দিক থেকে আসছিল গাড়িটি। ওই এলাকায় রাস্তার ডানদিকে আদি গঙ্গার ধার ধরে বসার জায়গা-সহ কিছু নির্মাণ কাজ চলছে। উল্টোদিকে রয়েছে একটি বড় রেস্তোরাঁ। বেপরোয়া গতিতে এসে গাড়িটি ওই বসার জায়গায় ধাক্কা মেরে খালের পাড়ে নেমে যায়। এই ঘটনায় বসার জায়গার কংক্রিটের নির্মাণ, আলোক স্তম্ভ-সহ বেশ কিছু জিনিস ভেঙে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে চালক একাই ছিল। ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। গাড়িটি ধামুয়ার দিকে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। স্থানীয়দের অনুমান, চলন্ত গাড়িতে চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।