নিউজ ডেস্ক: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। ২০২৫-এর জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রবিবার ১৫ ডিসেম্বর আরও এক ধাপ এগোলেন তাঁরা। দুই পরিবারের উপস্থিতিতে সারলেন আশীর্বাদ পর্ব। তাঁদের আশীর্বাদের ভিডিয়োও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন,‘পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন জীবনের প্রথম পদক্ষেপ’। আশীর্বাদের ভিডিয়ো দেখে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় যুগলকে ভরিয়ে দিয়েছেন।
আশীর্বাদের দিন রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন শ্বেতা-রুবেল। তাঁরা সেজে উঠেছিলেন নীল রঙের পোশাকে। নায়িকার পরনে ছিল সোনালি রঙের বুটি দেওয়া নীল সিল্কের শাড়ি। পাড়ের সঙ্গে মিলিয়ে গোলাপি রঙের ম্যাচিং ব্লাউজ পরেছিলেন তিনি। সঙ্গে সোনার গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রং মিলিয়েই হবু বর রুবেল পরেছিলেন পাঞ্জাবি সঙ্গে সাদা চোস্ত পাজামা। দুই বাড়ির সমস্ত আত্মীয়দের উপস্থিত এদিনের অনুষ্ঠান হয়েছিল। আশীর্বাদের জায়গা সাজানো হয়েছিল ফুল দিয়ে। গোপনে বাগদান সেরেছেন তাঁরা। তবে বিয়ের তোরজোড় শুরু হয়ে গিয়েছে জোরকদমে, এমনটাই জানিয়েছিলেন শ্বেতা।