নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের দেওরিয়ায় ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। সোমবার দেভারিয়া-ছাপড়া-মথুরা এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় চাকা থেকে ধোঁয়া বের হয়। ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৈতালপুর এবং গৌরীবাজার রেলওয়ে স্টেশনের মধ্যে এই সমস্যাটি ঘটেছে। ব্রেক মেরামত করার জন্য ট্রেনটি গৌরীবাজার স্টেশনে থামানো হয়। এরইমধ্যে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রেক জ্যাম হওয়ার কারণেই এই বিপত্তি।