নিউজ ডেস্ক: প্রয়াত কিংবদন্তী তবলা শিল্পী জাকির হুসেন। আমেরিকার হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী তবলা-শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। জাকির হুসেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দেশ এবং ধরিত্রীজুড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য এটি বিরাট ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”