নিউজ ডেস্ক: আফগানিস্তানের স্পিনার রসিদ খান এই মাসের শেষের দিকে জিম্বাবুয়েতে দুই ম্যাচের সিরিজে টেস্ট ক্রিকেটে ফিরবেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সোমবার জানিয়েছে। কুঁচকির চোটের কারণে ২০২১ সালের মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ৫টি টেস্টের সিরিজটি ছিল শেষ সিরিজ।
এই লেগ-স্পিনার আফগান সাদা বলের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছে এবং পরের বছর তাদের চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হবে। আফগান দলের প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল সোমবার এক বিবৃতিতে বলেছেন, “রশিদ খান টেস্ট দলে ফিরেছেন, যা আমাদের লাল বলের খেলার জন্য একটা দারুণ খবর।” ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ।