নিউজ ডেস্ক: পুকুর থেকে যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। সোমবার মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় এক যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম হামিদা বিবি (২৬)। তাঁর বাড়ি বৈদ্যনাথপুর গ্রামের দক্ষিণপাড়াতে। ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে।
পরিবারের দাবি, রবিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আর ফেরেননি। তাঁর খোঁজও শুরু করেন পরিবারের লোকজনেরা। এরপর সোমবার সকালে বৈদ্যনাথপুর গ্রামের একটি পুকুরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।