নিউজ ডেস্ক: সোমবার সকালে কলকাতার তিলজলা এলাকায় অবস্থিত একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। এই বিস্ফোরণে ৬৩ বছর বয়সী এক মহিলা আহত হয়েছেন। বর্তমানে ওই মহিলা বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিলজলার একটি বাড়িতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন দৌড়ে এসে দেখেন বিস্ফোরণে একটি বাড়ির ছাদ উড়ে গেছে। ঘরের মধ্যে এক বৃদ্ধা মহিলা ছিলেন। বিস্ফোরণে ওই বৃদ্ধা বেশিরভাগই দগ্ধ হন। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের অভিযোগ, এটা শুধু দুর্ঘটনা নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।