নিউজ ডেস্ক: মঙ্গলবার থেকে পরবর্তী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জানা যাচ্ছে, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে কিছু জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, দিনেরবেলায় রৌদ্রজ্বল৷ কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘনকুয়াশার সতর্কতা দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদা জেলাতে রয়েছে ঘনকুয়াশার সতর্কতা।