আজ লোকসভায় পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’। দফায় দফায় টালবাহানার পর সোমবার লোকসভা অধিবেশনের লিস্ট অব বিজনেসে অন্তর্ভুক্ত হয়েছে বিল পেশের সূচী। বিল পেশ করবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সব সাংসদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি।