নিউজ ডেস্ক: মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার অঞ্চলপাড়ায় বাড়িতে ঢুকে ঘরের বেড়া ভেঙে ধান সাবাড় করল হাতি। আবার যাওয়ার সময় শুঁড়ে তুলে নিয়ে গেল ধানের বস্তা। সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে অঞ্চলপাড়ায় ঢোকে। সেখানে নমিতা রায় নামে এক বাসিন্দার বাড়িতে হানা দেয়। শীতের রাতে ওই বাড়ির সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা ঘরের টিনের বেড়া ভাঙার শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। বুঝতে পারেন, গজরাজ হানা দিয়েছে। কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান তাঁরা।
বেড়া ভেঙে মজুত ধান সাবাড় করে হাতিটি। যাওয়ার সময় আবার ধানের বস্তা শুঁড়ে তুলে নিয়ে যায় গজরাজ। ঘটনার জেরে অঞ্চলপাড়ায় আতঙ্ক ছড়িয়েছে। হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারি এবং সার্চলাইট বিলির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, বন দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।