নিউজ ডেস্ক: জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনায় আহত হয় এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে জেলার রাজগঞ্জ ব্লকের রাধারবাড়ি সংলগ্ন শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে। নিহতদের নাম ঋষিকেশ ও মৃন্ময়। আহত যুবকের নাম লক্ষন বর্মণ। আহত যুবক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, সোমবার রাতে কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিন যুবক। এরপর জাতীয় সড়কে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন যুবকই গুরুতর আহত হয়। তিন যুবককে স্থানীয় লোকেরা উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা ঋষিকেশ ও মৃন্ময়কে মৃত ঘোষণা করেন। আহত সন্যাক বর্মন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।