নিউজ ডেস্ক: হরিয়ানার যমুনানগরের সরস্বতী চিনিকলের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিহত প্রিন্স (১৮) পুরাতন হামিদার বাসিন্দা। মঙ্গলবার মৃতের বাবা বলজিৎ বলেন, সোমবার রাতে তাঁর বড় ছেলে পঞ্জাব থেকে ডিউটি সেরে বাড়ি আসছিল এবং প্রিন্স তাকে নিতে বাইকে করে বাড়ি থেকে মহারানা প্রতাপ চকের দিকে যাচ্ছিল। প্রিন্স সরস্বতী চিনিকলের কাছে পৌঁছালে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পথচারীরা প্রিন্সের ফোন থেকে ফোন করে তার বাড়িতে দুর্ঘটনার কথা জানায়। বলজিৎ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রিন্সকে হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।