নিউজ ডেস্ক: গত দিন কয়েক গোটা রাজ্যে শীতের কাঁপানো দাপট ছিল। তবে যেন হঠাৎ করেই ব্রেক কষেছে ঠান্ডা। নিম্নচাপের জেরে এবার রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে শুধু শীতের প্রভাব শুধু কমবে সেটাই নয় বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হওয়া অফিস। এই নিম্নচাপ তামিলনাড়ু দিকে থাকলেও এর প্রভাব পড়বে বাংলায়। আগামী দুদিনে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে যাবে। চলতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে বলে খবর মিলেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি হবে।