নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন ৬ জন। এই অগ্নিকাণ্ডে জখম হয়েছেন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঠুয়ার শিবা নগরের একটি বাড়িতে আগুন লাগে। বাড়িটি একজন অবসরপ্রাপ্ত ডিএসপি-র। উদ্ধারকাজের সময় একজ প্রতিবেশীও হয়েছেন। প্রাথমিক মনে করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার কাঠুয়া জিএমসি-র অধ্যক্ষ এস কে অত্রি বলেছেন, “একজন অবসরপ্রাপ্ত সহকারী ম্যাট্রনের ভাড়া বাড়িতে আগুন লেগেছে। ১০ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরোধে তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।