নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত পানিশালা বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়ি থামিয়ে লুটপাট করে দুষ্কৃতীরা। পঞ্চায়েত সদস্যের স্বামী দুষ্কৃতীদের বাধা দিতে গেলে ডাকাতরা তাঁকে মারধর করে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্য আসলামা খাতুন তার পরিবারের সঙ্গে চার চাকার গাড়িতে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেইসময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকে লুটপাট করে। পঞ্চায়েত সদস্যের স্বামী আশরু মহম্মদ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। তাঁদের কাছে থাকা স্বর্ণালঙ্কার সব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামী। তিনি বলেন, “দুষ্কৃতীরা জানত যে আমি সবসময় সোনার গয়না পরে থাকি। সেজন্য ষড়যন্ত্র করে এই ছিনতাই করা হয়েছে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।