নিউজ ডেস্ক: মুম্বইয়ে আরব সাগরের ওপরে লঞ্চ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর পরে চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। প্রাণে বেঁচে ফেরা যাত্রীদের একাংশের অভিযোগ, লঞ্চে লাইফ জ্যাকেট ছিল না। দুর্ঘটনার পর নাকি জলে জ্যাকেট ফেলা হয়। পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকলে ১৩ জনের মৃত্যু এড়ানো যেত বলে ওই যাত্রীদের দাবি। চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। মুম্বইয়ের বাসিন্দা এক যাত্রী থানায় লঞ্চের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এই দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক রাম কদম বলেছেন, “ঘটনার তদন্ত করা হবে। কোনও কারিগরি ত্রুটি ছিল কিনা তা তদন্তের পরে জানা যাবে। এখন শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়ানোই অগ্রাধিকার। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, তা নিশ্চিত করতে মনোযোগ দেবে সরকার।”
বুধবার বিকেলে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে ‘নীলকমল’ নামের একটি লঞ্চে ধাক্কা মারে নৌসেনার একটি স্পিডবোট। ধাক্কার অভিঘাতে উল্টে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর ১০১ জনকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর জখম হন দু’জন। মৃত্যু হয় মোট ১৩ জনের।