নিউজ ডেস্ক: ফের লোকালয়ে বাঘের আতঙ্কে ঘুম ছুটল গ্রামবাসীদের। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া গ্রাম। সেখানে আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী সাঁতরে একটি বাঘ ঢুকে পড়েছে বলে দাবি গ্রামবাসীদের। বুধবার সন্ধ্যায় দুই বাইক আরোহী বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাঘটি তাঁদের আচমকাই সামনে চলে আসে। কোনও মতে বাইক ফেলে পালান তাঁরা। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। সেই থেকেই গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সাথে সাথেই গ্রামবাসীরা খবর দেন বন দফতর ও মৈপীঠ কোস্টাল থানায়। পুলিশ ও বনকর্মীরা রাতেই এলাকায় এসে বাঘের খোঁজে একদিকে যেমন তল্লাশি শুরু করেন তেমনই গ্রামের মানুষকেও আশ্বস্ত করেন। রাতভর পাহারার পাশাপাশি পটকা ফাটানো হয়। গ্রামের পাড়ে আলো জ্বালানো হয়। যাতে বাঘ লোকালয়ের একেবারে অভ্যন্তরে না ঢুকে পড়ে। রাতে আর বাঘ গ্রামের ভিতরে ঢুকতে পারেনি। বৃহস্পতিবার সকাল থেকেই বনকর্মী, পুলিশ ও গ্রামের লোকজন মিলে গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বন কর্মীরা দেখতে পান যে বাঘটি পুনরায় জঙ্গলে ফিরে গিয়েছে। আর এতেই ফের স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামের মানুষজন।