নিউজ ডেস্ক: সংসদে অচলাবস্থা জারিই রয়েছে, বৃহস্পতিবারও তুমুল হইহট্টগোলের সাক্ষী হল গণতন্ত্রের পীঠস্থান। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে হৈচৈ শুরু হলে দুপুর দু’টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়েছে। অন্যদিকে, প্রয়াত প্রাক্তন সাংসদ ই.ভি.কে.এস এলানগোভান-কে শোকজ্ঞাপনের পর লোকসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতবি করা হয়েছে।