নিউজ ডেস্ক: খড় ভর্তি লরিতে গরু পাচারের চেষ্টা বানচাল করেছে এনজেপি থানার পুলিশ। লরিতে পাচারকারীরা খড়ের নীচে একটি কাঠের বাক্স তৈরি করে, যার ভিতরে ২০টি গবাদি পশু লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এনজেপি থানার পুলিশ ফুলবাড়ি সংলগ্ন গাথমাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে খড় ভর্তি একটি লরি থামিয়ে তল্লাশি চালায়। এই সময় খড়ের আড়ালে লুকিয়ে রাখা ২০টি গবাদি পশু উদ্ধার করা হয়। তারপরে গবাদি পশু সম্পর্কিত সঠিক নথি না দেখানোয় পুলিশ গবাদি পশু–সহ লরিটি বাজেয়াপ্ত করে। একই সঙ্গে গরু পাচারের অভিযোগে লরি চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
জানা গেছে, বিহার থেকে অসমে গরু পাচার হচ্ছিল। এনজেপি থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করেছে।