নিউজ ডেস্ক: মাঝ ডিসেম্বরে যখন জমজমাট শীতের আমেজ উপভোগ করার কথা, তখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জাঁকিয়ে শীত উধাও মহানগরী কলকাতায়, একই অবস্থা শহরতলিতেও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন থাকল ১৫ ডিগ্রির ঘরে, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি।
সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে, শীতের আমেজ আরও উধাও হয়ে যাবে।