নিউজ ডেস্ক: দিল্লির একাধিক স্কুলে ফের বোমা হুমকি! শুক্রবার ই-মেলের মাধ্যমে হুমকি পেয়েছে দিল্লির তিনটি স্কুল। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দিল্লির দ্বারকা এলাকায় একটি বেসরকারি স্কুল ও আরও দু’টি স্কুলে বোমার হুমকি দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে যায় পুলিশ, শুরু হয় তল্লাশি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলি।