নিউজ ডেস্ক: বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নরেন্দ্রপুর সেটশন সংলগ্ন কাদারহাট এলাকায় এই অভিযোগ তুললেন এক ব্য়বসায়ী। ব্য়বসায়ী সুব্রত সরকারের অভিযোগ, গতকাল দোকানে ঢুকে তাঁর ছেলেকে রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করেন। লুঠ করা হয় প্রায় দেড় লক্ষ টাকা। এমনকী দোকানে তাণ্ডব চালিয়ে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন ব্য়বসায়ী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, তারপরও তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।