নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ছিল ‘ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’-এর বার্ষিক অনুষ্ঠানে হয়েছিল একাধিক তারকা সমাগম। হবে নাই বা কেন! এই স্কুলেই তো পড়ে অভিষেক ঐশ্বর্য্যের কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ পুত্র আব্রাম, করিনা কপূরের দুই সন্তান ও অন্যান্য় অনেক তারকা পুত্র-কন্যারা। আর ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখতেই এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সবাই। আর সেই ভিড়ে নজর এড়াল না প্রাক্তন এক যুগলও। পাশাপাশি না দাঁড়ালেও, এই ফ্রেমে ধরা গেল করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূরকে।
তাঁদের একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল ‘জব উই মেট’ (Jab We Met) ছবিতে। কিন্তু শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীন বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে আর কখনও একসঙ্গে কাজ করেননি শাহিদ ও করিনা। বর্তমানে তাঁদের দুজনেরই সংসার রয়েছে। করিনা দুই সন্তানের মা। শাহিদও দুই সন্তানের বাবা। সইফ আলি খানের সঙ্গে সুখের সংসার করিনার। অন্যদিকে শাহিদও সুখী মীরা রাজপুতের সঙ্গে। তবে এখনও কি তাঁরা ভুলতে পারেননি একে অপরকে। অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে সবসময়েই করিনা এড়িয়ে গিয়েছেন শাহিদকে। কথা বলেননি তাঁর সঙ্গে। এই স্কুলের অনুষ্ঠানেও দেখা গেল একই ছবি।