নিউজ ডেস্ক: বৃহস্পতিবার প্যারিসের একটি আদালত ফ্রান্সের মিডফিল্ডার পল পোগবার ভাইকে একটি হাই-প্রোফাইল তোলাবাজির মামলায় দোষী সাব্যস্ত করার পরে দুই বছরের স্থগিত–সহ ৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। তবে, তিনি কারাগারে না থেকে একটি ইলেকট্রনিক ব্রেসলেট দিয়ে তার এক বছরের সাজা ভোগ করতে পারবেন।
আদালত পল পোগবার ভাইকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ২০২২ সালে পোগবার কাছ থেকে ১৩ মিলিয়ন ইউরো তোলাবাজির চেষ্টায় অংশ নেওয়ার জন্য এবং পেমেন্ট পাওয়ার জন্য খেলোয়াড়, তার পরিবার এবং তার ব্যবসায়িক যোগাযোগের উপর চাপ দেওয়ার জন্য।