নিউজ ডেস্ক: চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে একটি নার্সিংহোমের বিরুদ্ধে। শিলিগুড়ির বিধান রোডে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে ওই নার্সিংহোমে শুক্রবার এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার জন্মের পর থেকে যে চিকিৎসক শিশুটির চিকিৎসা করতেন সেখানে শিশুটিকে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে, যার জেরে নার্সিংহোম চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ নার্সিংহোমে পৌঁছায়। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ বা চিকিৎসকের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।