নিউজ ডেস্ক: আচমকা খুলে গেল সরকারি বাসের পিছনের দুই চাকা। তবে, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৪০ জন যাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি থানার আহিরণে ১২ নম্বর জাতীয় সড়কের উপর।
তীব্র ঝাঁকুনিতে বাসযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস। কিন্তু আহিরণ ব্রিজ পার করেই ঘটে বিপত্তি। চলন্ত অবস্থায় হঠাৎ পিছনের দু’টি চাকা বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গতি বেশি না-থাকায় বেঁচে যান যাত্রীরা৷ জাতীয় সড়কের মাঝেই থমকে যায় বাসটি। ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। ১২ নম্বর জাতীয় সড়কে যানজট হয়৷ সারি সারি দাঁড়িয়ে পরে গাড়ি৷ দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে সরকারি পরিবহণ সংস্থার বিরুদ্ধে। এতবড় ঘটনা ঘটার আগে চালক কেন বুঝতে পারলেন না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে জেলা স্টেট ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান চাঁদ মহম্মদ বলেন, “দুর্ঘটনার কারণের পাশাপাশি বাসটি ফ্যানচাইজির মাধ্যমে চলছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। ডিপো থেকে ছাড়ার আগে বাসটি চেক করা উচিত ছিল।”