নিউজ ডেস্ক: ফের ছাত্রের রহস্যমৃত্যুর খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম প্রতীপ কুমার মান্না (২১)। বৃহস্পতিবার রাতে সন্তোষপুরে একটি বাড়ির মধ্যে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ওই পড়ুয়ার। ওই বাড়িতে প্রতীপ আর এক ছাত্রের সঙ্গে ভাড়া থাকতেন। এই মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ছাত্র। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রতীপের অসুস্থতার খবর পেয়ে তারা কলকাতায় আসেন। সেখানে এসে দেখেন তাদের ছেলে মৃত। এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
প্রতীপ পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে একটি মেসে ভাড়া থাকতেন। সেই মেসেই তাঁর সঙ্গে থাকেন অর্ক মাইতি নামে আরও এক পড়ুয়া।
অর্কর দাবি, প্রতীপ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ওষুধ কিনতে বলেছিলেন। সেই মতো তিনি প্রতীপের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন। ফিরে এসে রাত ৮টার দিকে দেখেন ঘরের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন প্রতীপ। সঙ্গে সঙ্গে তিনি তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেই সঙ্গে পরিবারের সদস্যদেরও খবর দেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
যুবকের দাবি, প্রথমে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর আসল জানা যাবে।