নিউজ ডেস্ক: ব্রাউন সুগার ও কাশির নিষিদ্ধ সিরাপ–সহ দুইজনকে গ্রেফতার করেছে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম সমীর বিশ্বাস ও বাপি রাই। দুজনেই শিলিগুড়ির দেবীডাঙার বাসিন্দা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ দেবীডাঙার গোবিন্দ নগর এলাকায় অভিযান চালিয়ে বাইক আরোহী সমীর ও বাপিকে আটক করে। তাদের দুজনকে তল্লাশি করে ১৫০ গ্রাম ব্রাউন সুগার ও ৫০ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ মামলা দায়ের করে এবং তাদের দুজনকে গ্রেফতার করে। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।